খুলনা এডিশন::
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, সহকারী সার্জন ডা. মো. মিলন হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল আজিজ, ও ডা. শাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “গত মঙ্গলবার রাতে সঙ্ঘবদ্ধভাবে কিছু দুর্বৃত্ত হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায়। এতে একজন চিকিৎসকসহ চারজন আহত হন। ঘটনার পর চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপত্তাহীনতায় ভুগে কর্মস্থল ত্যাগ করেন।”
তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ বাস্তবায়নের দাবি জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের রাহিম ইসলামের তিন বছর বয়সী সন্তান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথে তার মৃত্যু হলে ক্ষুব্ধ স্বজনরা রাত আটটার দিকে হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আজিজের ওপর হামলা চালায়।
এসময় উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুর রহমান ও তার গাড়িচালক নুরুজ্জামানসহ আরও কয়েকজন হামলার শিকার হন।
এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সহকারী সার্জন ডা. মো. মিলন হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।