এডিশন ডেস্কঃ
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হানিফ সরদারের প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠান “হানিফ এন্টারপ্রাইজ”-এর শুভ হালখাতা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী জনাব খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাদিউজ্জামান হিরোসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে আকিজ সিমেন্টের খুলনা শাখার উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হানিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে মোঃ হানিফ সরদার সকল অতিথিকে স্বাগত জানান।
অতিথিরা বলেন, মোঃ হানিফ সরদার সমাজের একজন জনপ্রিয় ও সবার প্রিয় ব্যক্তি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান প্রশংসনীয়। অনুষ্ঠানে নিয়ামুল নাসির আলাপ পুরস্কার বিতরণ করেন এবং লটারির মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করেন।
শেষে বক্তারা হানিফ এন্টারপ্রাইজের আগামী দিনের সাফল্য ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করেন।