খুলনা এডিশন::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি ও খুলনা – ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রফিকুল ইসলাম রফিক বলেছেন বিএনপি এবং ধানের শীষ প্রশ্নে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অংশ, আর বিএনপি হচ্ছে দেশের বৃহৎ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। মনোনয়ন প্রতিযোগিতায় দলের একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দল যাকে মনোনয়ন দিবে তিনি হবেন দলের চুড়ান্ত প্রার্থী। এ ক্ষেত্রে আমাদের সকলের কাজ হবে প্রতিটি মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা। দলীয় মনোনয়ন প্রসঙ্গে বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন যারা দীর্ঘদিন বিএনপির আদর্শ কে ধারণ করে রাজনীতি করছে এবং বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে ছিল এবং সকল পরিস্থিতিতে জনগণের পাশে ছিল দল নিশ্চয় দল তাদের মূল্যায়ন করবেন এ বিশ্বাস আমার রয়েছে। তিনি ৩১ অক্টোবর শুক্রবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা পূজা মন্দির চত্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সমসাময়িক রাজনীতি বিষয়ে আলোচনা ও বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে এ-সব কথা বলেন। দুলাল সরদারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, বিএম আকিজ উদ্দিন, শেখ হাবিবুর রহমান হাবিব, পিরআলী, পঙ্কজ মল্লিক, দিদারুল ইসলাম, আপিল উদ্দিন খাঁ, শেখ ইদ্রিস, সাইফুল ইসলাম, তোফাজ্জেল বিশ্বাস, জিএম ফারুক হোসেন, এসএম শাহাবুদ্দিন ও শফিকুল ইসলাম।