খুলনা এডিশন::
নওগাঁর বদলগাছীতে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকালে কৃষকের পার্শ্বে সরকারসব সময় আছে বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি।
কৃষিই সমৃদ্ধির পথ এই স্লোগান কে সামনে রেখে গত ৩০ অক্টোবর ১১ টায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বদলগাছী উপজেলা কৃষি অফিস চত্বরে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে,তারা কয়েক দিন যাবত চলবে।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা রানা পারভেজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। তিনি প্রান্তিক কৃষকদের সাথে সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি বলেন কয়েক দিন যাবত উপজেলা কৃষি অফিস প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার প্রদান করবেন। প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ, যদি কেউ বিক্রয় করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি অফিসার এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি সাবাব ফারহান বলেন, প্রণোদনা মোট ৪০০০/- জন কৃষক কৃষাণীর মাঝে বিতরণ করা হবে। আজ উদ্ধোধনী অনুষ্ঠানে ১০০০ জন কৃষক/কৃষাণির মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
জনপ্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি পটাশ, এমওপি ১০ কেজি করে বিতরণ করা হবে।