ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী্
ভোলায় পাঁচ কেজি গাঁজাসহ মো. নাঈম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর রাতে ভোলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে ভোলা সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত নাঈমের বাড়ি লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে। তিনি লালমোহন বাজারে ইলেকট্রনিক ও অটো ব্যবসা করতেন। পরবর্তীতে চরফ্যাশন বাজারে অটো ব্যবসা শুরু করেন এবং বর্তমানে ব্যবসার সুবাদে চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজের তত্ত্বাবধানে টাউন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ইলিশা থেকে চরফ্যাশনগামী পথে সন্দেহজনকভাবে নাঈমকে আটক করা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক নাঈম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।