খুলনা এডিশন::
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল গভীর রাতে কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে ৩ গরুচোর নিহত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
দুইজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে মারা গেছে। প্রাথমিক ভাবে চোরদের পরিচয় মেলেনি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।