খুলনা এডিশন::
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক মহিলা পকেটমারকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগে করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। আটক নারী জান্নাত। তিনি বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া চালের গেটের সামনে বসবাস করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই নারী। তাকে সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা হাসপাতাল পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। তল্লাশি করে তার কাছ থেকে ৩টি ব্যাগ ও নগদ ২ হাজার একশ’ ৪ টাকা উদ্ধার করা হয়।
পরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা আটককৃত জান্নাতকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।