খুলনা এডিশন::
রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা) পুরুষ রুকনদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মোঃ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শিসাঢালা প্রাচীরের ন্যায় দৃঢ়ভাবে ময়দানে ভূমিকা রাখতে হবে। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগই হলো বিজয়ের চাবিকাঠি।
তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আদর্শ চরিত্রে গড়ে উঠতে হবে এবং সমাজে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকতে হবে। নির্বাচনী মাঠে ধৈর্য, প্রজ্ঞা ও ইসলামী আদর্শের সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে আহ্বান জানান তিনি।
মোঃ সেলিম উদ্দিন আবেগভরে বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। প্রতিটি ঘরে ঘরে মানবিক রাষ্ট্র গঠনের চেতনা জাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মহান লক্ষ্যে আমাদেরকে দৃঢ়তা, সাহসিকতা ও ঈমানি চেতনা নিয়ে ময়দানে অবিচল থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম কখনও সহজ নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে পথে আমরা এগিয়ে যাচ্ছি, সেটিই আমাদের বিজয়ের পথ।
তিনি কর্মীদের উদ্দেশে আহ্বান জানান— ভয় নয়, আশার আলো নিয়ে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ, আমাদের ত্যাগ, সততা ও ঐক্য একদিন এই দেশকে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ জিয়াউল হাসান, জোন টিম সদস্যবৃন্দ, থানা আমীর ও সেক্রেটারিসহ নির্বাচনী টিমের নেতৃবৃন্দ।