খুলনা এডিশন::
রক্তদানে উৎসাহিত করা ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার ‘হাজারাকাটি ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে তালা সার্জিক্যাল ক্লিনিক এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ করা হয়।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তালা সদর উপজেলার মধ্য আঠারই এ.জে.এইচ. মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ডা. মোঃ সাইদুর রহমান সহঃ সার্জন তালা সার্জিক্যাল ক্লিনিক।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে হাজারাকাটি ব্লাড ব্যাংক, তালা, সাতক্ষীরা। সার্বিক সহযোগিতা করেন তালা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বিধান চন্দ্র রায়,অর্জুন বিশ্বাস,আনোয়ার হোসেন, মুন্নি খাতুন,ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর,সভাপতি হাফিজুর রহমান,সহ-সভাপতি হাবিবুল্লাহ মোড়ল,সাধারণ সম্পাদক রানা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী, শিহাব মোড়ল, শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, হুসাইন মোড়ল, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, রাশেদ খান প্রমুখ।
রক্তদানের গুরুত্ব তুলে ধরে হাজারাকাটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর বলেন । আমরা প্রতি সোমবার বিভিন্ন গ্রামে ফ্রিতে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করছি এছাড়াও আমরা বৃক্ষরোপণ করছি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা সামনে আরো এগিয়ে যাব। তিনি আরো বলেন
“এক ব্যাগ রক্ত একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে।”