খুলনা এডিশন::
খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনের কোন বিকল্প নাই।
অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না উল্লেখ করে মোমরেজুল ইসলাম বলেন বিএনপি গনতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে। এবার ও দলটি সেই লক্ষ্যে ইউনুস সরকারের উপর রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।
তারা নানা ইস্যু নিয়ে নির্বাচন নিয়ে সরকার এবং জাতির মধ্যে বিভেদ তৈরি করছে। তাদের তাল-বাহানার কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন হলে সকল সংশয় দুর হবে।
তিনি আরো বলেন বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চাই না উল্লেখ করে এডভোকেট মোমরেজুল ইসলাম বলেন বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যা লঘু, সংখ্যা গুরু বলে কিছু থাকবে না। সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস এবং উন্নত জীবন যাপন করবে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হিন্দু সম্প্রদায় সহ সকলের প্রতি আহবান জানান। তিনি ৩ নভেম্বর সোমবার বিকালে পাইকগাছা উপজেলার সোলাদানার টেংরামারীতে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খুলনা জেলা হিন্দু বৌদ্ধ পূজা উদযাপন কল্যাণ ফ্রন্ট এর সহ সভাপতি কিশোর কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, দেলুটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুজিত কুমার মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার গাইন, বিএনপি নেতা আমিনুর সরদার, আবুল বাশার বাচ্চু, সাবেক জেলা যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, পৌর যুবদল নেতা ফয়সাল রাশেদ সনি। প্রদীপ সরদার দেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পঞ্চরাম মন্ডল, হাবিবুর রহমান হাবিব, দুর্বা মন্ডল, সরস্বতী রাণী, হাবিবুর রহমান, সুরভী মন্ডল, কেয়া সানা, মুক্তা মন্ডল, জয়ন্তী মন্ডল, মমতা মন্ডল ও তিথি গাইন। উঠান বৈঠকে এলাকার শত শত হিন্দু নারীরা অংশ গ্রহণ করেন।