খুলনা এডিশন::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর, দৈনিক সংগ্রাম এর সাবেক চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান (রহঃ) এর “স্মৃতি চারণে বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২ নভেম্বর রোববার বিকালে খুলনার পাইকগাছা উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখা এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, জেলা জামায়াতের ইউনিট সদস্য কাজী তমজিদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ ও সেক্রেটারি আলতাফ হোসেন।
এসএম শারাফাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মঈনুদ্দিন দফাদার, মুহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আমিনুর রহমান সিরাজী, আবুল কাশেম, রেজাউল ইসলাম বাদশা ও আব্দুল্লাহ আল মামুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান।
উল্লেখ্য সাবেক এমএনএ শামসুর রহমান ২০০৮ সালের ২ নভেম্বর মৃত্যুবরণ করেন।