খুলনা এডিশন::
বাগেরহাট সদর উপজেলার এস.পি.সি কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজের দেয়াল ভেঙে শাকিব নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে স্কুলের একটি পুরোনো দেয়াল ভেঙে পড়ে শাকিবের উপর। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরা চিৎকার দিলে শিক্ষক ও স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় শাকিবকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত শাকিব কাফুরপুরা গ্রামের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে এবং এস.পি.সি কাফুরপুরা কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী ও এলাকাবাসীরা স্কুল কর্তৃপক্ষের অবহেলাকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এক শিক্ষার্থী বলেন, “দেয়ালটি অনেক আগেই ফেটে গিয়েছিল, কিন্তু কেউ ঠিক করেনি। আজ তারই মূল্য দিতে হলো আমাদের বন্ধুকে হারিয়ে।”
অল্প বয়সে প্রাণ হারানো শাকিবের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।