খুলনা এডিশন::
মনিরামপুর উপজেলার ঋষি পাড়া খানপুরে চোরাই গরু সহ পিক আপ ভ্যান আটক করেছে স্থানীয় জনতা।
জানা গেছে ৩ নভেম্বর বেলা ১২ টার দিকে কেশবপুর দিক থেকে আসা গরু সহ একটি পিকাপ ভ্যান মনিরামপুর অভিমুখে আসে। মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে উপস্থিত জনতা সন্দেহ করে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। সাথে সাথে তাঁরা মোটরসাইকেল নিয়ে পেকাপ ভ্যান ধাওয়া দেয়। গরু চোর চক্র ধাওয়া খেয়ে মোহনপুর কালিবাড়ী সড়কের ঋষি পাড়া খানপুরে এসে গরু সহ পেকাপ ভ্যান রেখে পালিয়ে যায়।
বর্তমান গরু সহ পিক আপ ভ্যান থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিক ও পিক আপ ভ্যান মালিকের সন্ধান পাওয়া যায়নি।