খুলনা এডিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নাম।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে আসনটিতে প্রার্থী হিসেবে মো. শরীফুজ্জামানের নাম ঘোষণা করা হয়েছে। তবে এবিষয়ে তার কোন মন্তব্য জানা যায় নি।
দলীয় প্রার্থী তালিকায় নাম থাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ,সড়ক অবরোধ করেছে। চট্টগ্রামে আসলাম চৌধুরীর ৪ সমর্থককে বহিস্কার ও করা হয়েছে।