এডিশন ডেস্কঃ
যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটী বাজারের জুয়েলারী দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া গ্রামের গৌতম কর্মকারের মালিকানাধীন অভয়নগরের মশিয়াহাটী বাজারের সৌখিন জুয়েলার্সে রবিবার দিবাগত রাত ৩ টায় ডাকাতি করে ১০/১২ জন মুখোশধারী সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল।
ভোর রাতে ২ ঘন্টা ধরে ডাকাতি করে সৌখিন জুয়েলার্সের গ্রিল কেটে ভিতরে ঢুকে দুইটি লকার ভেঙ্গে প্রায় ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে।
এছাড়া একই গলিতে রনজিত বিশ্বাসের নিউ অলংকার জুয়েলার্সের দুইটি তালা ভেঙ্গে দোকান খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় অস্ত্রের মুখে ৭ জন স্থানীয় লোক ও পথচারীদের হাত, পা, ও মুখ বেঁধে আটক করে।