খুলনা এডিশন::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রায় এক বছর আগেই প্রাথমিকভাবে প্রার্থীতা ঘোষণা করে এলাকায় কাজ শুরু করে জামায়াত। অন্যদিকে গতকাল সোমবার (০৩ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান কার্যালয়ে ৩০০ আসনের মধ্যে ২৩৭ টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোরের ৬ টি আসনে প্রধান দুই দল জামায়াতে ইসলামী ও বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা…..
যশোর-১
মাও.আজিজুর রহমান (দাঁড়িপাল্লা)
মফিকুল হাসান তৃপ্তি (ধানের শিষ)
যশোর-২
ডা.মোসলেহ উদ্দীন ফরিদ (দাঁড়িপাল্লা)
সাবিরা সুলতানা মুন্নী (ধানের শিষ)
যশোর-৩
ভিপি আব্দুল কাদের (দাঁড়িপাল্লা)
অনিন্দ ইসলাম অমিত (ধানের শিষ)
যশোর-৪
অধ্যাপক গোলাম রসূল (দাঁড়িপাল্লা)
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব (ধানের শিষ)
যশোর-৫
এ্যাড.গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা)
এখনো ঘোষণা হয়নি
যশোর-৬
মো:মোক্তার আলী (দাঁড়িপাল্লা)
কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ (ধানের শিষ)