খুলনা এডিশন::
সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম এর নাম না থাকায় ফুঁসে উঠেছে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
সোমবার (৩ নভেম্বর) রাতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের অংশগ্রহণে বিশাল এই বিক্ষোভ মিছিল নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এ দাবি না মানলে নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।
এদিকে নলতার স্থানীয় বাসিনন্দারা জানিয়েছেন- সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ, আশাশুনি ও নলতায় সন্ধ্যার পরপরই বিক্ষোভে মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা স্লোগানে স্লোগানে ডা. শহিদুল আলমের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এবং তাঁর প্রতি “অবিচার ও অবমূল্যায়নের” প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয় সম্পাদক হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সম্পাদক ফয়সাল কবির, যুবদল মৌতলা ইউনিয়নের সদস্য সচিব তৌহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. কিসমতল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান।

এছাড়া নলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বারসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “দলীয় মনোনয়ন বণ্টনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের প্রতি সুবিচার হয়নি।” তারা অবিলম্বে ডা. শহিদুল আলমের প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।