খুলনা এডিশন::
কেবল সচেতন না থাকার কারণে নাগরিকরা প্রায়ই বিপদগ্রস্ত হন। এই প্রেক্ষাপটে খুলনা মেট্রোপলিটন পুলিশ আজ ৪ নভেম্বর শহরের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তা বিষয়ক বার্তা সম্বলিত টি-শার্ট বিতরণ শুরু করেছে।
টি-শার্টগুলোতে নিরাপত্তা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা প্রিন্ট করা হয়েছে। কেএমপি আশা করছে টি-শার্টে লেখা বার্তাগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। বার্তাগুলোর মধ্যে রয়েছে-রাস্তা পারাপারের নিয়ম, মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকা, সন্তানকে ভালো বন্ধু নির্বাচনে সাহায্য করা, সন্তান কার সাথে মিশছে তা খেয়াল রাখা, সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা প্রদান, অনলাইন কেনাকাটার সময় অগ্রিম পেমেন্ট না করা ও লোভনীয় অফার বর্জন করা, সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট বর্জন করা, অপরাধস্থলে প্রবেশ না করে সেখানে থাকা সকল বস্তু ইনট্যাক্ট রাখা ইত্যাদি।
টি-শার্ট বিতরণ কার্যক্রম শহরের রূপসা মোড় এলাকায় শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো: জুলফিকার আলী হায়দার। শহরের অধিকাংশ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে না পৌঁছানো পর্যন্ত টি-শার্ট বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।