এডিশন ডেস্কঃ
বাগেরহাট সদর উপজেলার এস পি সি কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজে দেয়াল ধসে শাকিব নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে এবং শাকিবের মৃত্যুর বিচার দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেয়াল ধসে শাকিব গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলেও স্কুল কর্তৃপক্ষ কেউ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেননি। পাশের নির্মাণাধীন ভবনে কাজ করা শ্রমিকরা শব্দ পেয়ে দ্রুত এগিয়ে এসে শাকিবকে উদ্ধার প্রথমে স্থানীয় ফার্মেসি পরে হাসপাতালে উদ্দেশ্য পাঠানো হয়
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে। তারা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জি. এস. আসলামের পদত্যাগ দাবি জানান।
এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা দাবি তুলে ধরে এবং অভিযোগ করেন, ঘটনার সময় স্কুলের মেইন কেচি গেট তালাবদ্ধ থাকায় শাকিবকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এই অব্যবস্থাপনা ও অবহেলাকেই তারা মৃত্যুর মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যা তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, শাকিবের এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী ও এলাকাবাসী সবাই এই মর্মান্তিক ঘটনার বিচার দাবি করছেন।