খুলনা এডিশন::
যশোরে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে ছেলের আঘাতে বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদরের থানার ঘোপ সেন্ট্রাল রোড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোপ সেন্ট্রাল রোডের মৃত আখতারুজ্জামানের ছেলে রায়হানুজ্জামান (৫০) পরিবারের আর্থিক বিষয় নিয়ে তার ছেলে সোহান (২৮)-এর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে কাঠের ফুলদানি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রায়হানুজ্জামান রক্তাক্ত হয়ে পড়লে পরিবার ও প্রতিবেশীরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি জেনারেল হাসপাতালের হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মডেল থানার ডিউটি অফিসার।