এডিশন ডেস্কঃ
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের কালেরডাঙ্গা গ্রামের বাসিন্দা ফজলুর রহমান সম্প্রতি গুরুতর আহত হয়েছেন। তিনি ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গী জামে মসজিদের ছাদের কাজ করতে গিয়ে নিচে পড়ে কোমড়ের হাড় ভেঙে গুরুতর আঘাত পান। এরপর তিনি বাড়িতে শুয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসা অবস্থা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ফজলুর রহমানের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন।
এ সময় জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি এবাদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ ফজলুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।