খুলনা এডিশন::
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ ৭ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আশরাফুল আলম সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলীপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র।
এসময় তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।