খুলনা এডিশন::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর -০৩ (গাজীপুর সদর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডগরী গ্রামে পথসভা ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে মো আওলাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির এবং গাজীপুর -৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মো জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মো আব্দুল বারী, মির্জাপুর ইউনিয়নের আমীর ডা: আলী আকবর সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। দেশে আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কথা বলেন। তাই আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করে রাস্ট্র ক্ষমতায় বসাতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র পরিচালনা করতে হবে। এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে দেশের অতীত ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন।
পথসভায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুল সংখ্যক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন। প্রধান অতিথি তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।