খুলনা এডিশন::
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর এলাকায় এক বাড়ি থেকে রাতের আধাঁরে কে বা কারা ৫ মাসের গর্ভজাত বাছুর সহ একটা গাভী চুরি করে নিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র।
আজ শুক্রবার(৭ নভেম্বর) ভোর রাতের দিকে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী,দক্ষিণ রাজাপুর এলাকার বাসিন্দা মোঃ আবুল কালাম তালুকদার জানান,গতরাত ১১ টার দিকে তিনি তার গোয়ালঘরে গাভী দেখে এসে ঘুমিয়ে পড়েন।কিন্তু ফজরের নামাজের আগে তিনি গোয়াল ঘরে যেয়ে দেখেন তার গাভী কে বা কারা চুরি করে নিয়ে গেছে।পরবর্তীতে খোঁজাখু্ঁজি করার পর পার্শ্ববর্তী একটা প্রাইমারি স্কুলের পাশে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান গাভীর নাড়িভুড়ি,গর্ভজাত বাছুর সহ পাকস্থলী ও চামড়া ফেলে মাংস নিয়ে চলে গেছে চোর চক্র। এ ঘটনায় এলাকায় চান্ঞ্চল্যের সৃষ্টি হয়।
গাভীটির মালিক আরও বলেন,তিনি ৬ টি গরু লালন পালন করেন তার মধ্যে এই গাভীটি তিনি বছরখানেক আগে প্রায় দেড় লাখ টাকা দিয়ে ক্রয় করেন। গাভীটি ভরন্ত ছিল,তার পেটে ৫ মাস বয়সী একটু বাছুরও ছিল।তিনি জানান,এ ব্যাপারে তিনি শরনখোলা থানায় একটা সাধারণ ডায়েরি করেছেন। এরকম ঘটনার তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।
এলাকাবাসীরা জানান,এরকম ঘটনা অহরহই ঘটছে এলাকায়। এর কোন সুষ্ঠু বিচার না হওয়ায় এরকম অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছে বলে এলাকাবাসী মনে করে।