খুলনা এডিশন::
বাগেরহাটের রামপালে তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর অনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় মাধ্যমে জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায় নি।
দুর্ঘটনার সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব আতিকুর রহমান আতিক জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।