খুলনা এডিশন:
নরসিংদীর রায়পুরা উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল এবং শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাহেবের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শনিবার দোয়া মাহফিল শুরুর পূর্বে কালো ব্যাজ ধারণ করে শান্তিপূর্ণ শোক মিছিল বের করা হয়। মিছিলটি রায়পুরা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল মঞ্চে গিয়ে শেষ হয়। পথে—পথে নেতাকর্মীরা স্লোগান দেন—
“দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হোন”,
“গণতন্ত্র মুক্তি পাক”।
পরবর্তী দোয়া মাহফিলে জাতীয়তাবাদী পরিবারের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাহেব বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তি আমাদের জাতীয় দাবি।”
অন্যান্য বক্তারাও বলেন, রায়পুরার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মানুষ এখনো দেশনেত্রীকে অন্তরের গভীর থেকে ভালোবাসে। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
শেষে পুনরায় মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।