বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়রা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ( ০২ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়রা উপজেলা শ্রমিকদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কানা করে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা শ্রমিকদলের সভাপতি আকবার হোসেন খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিন নুরুল আমিন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম. এ. হাসান। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, সাবেক যুগ্ম আহ্বাদক মোস্তাফিজুর রহমান, এফএম মহরম হোসেন, বিএনপি নেতা এফএম মনিরুজ্জামান মনি, মাস্টার জামাল ফারুক জাফরিন, কামরুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সহযােগি সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ কাজল, সিনিয়র যুগ্ম আহ্বাদক এহাছানুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রাজু, আনায়ার সাদাত কাজল, শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, জাসাসের সাধারণ সম্পাদক ডাক্তার আমিনুর রহমান, তাঁতীদলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হুসাইন, খান সাহেব ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ সহ প্রমুখ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা আহসানুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।