খুলনা এডিশন::
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার দিঘীর পাড়ের ০৩ টি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রায় ১০০ অসহায় মানুষের পাশে সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা।
কালিয়াকৈর উপজেলার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় একশত পরিবার সর্বস্ব হারিয়ে হতভম্ব হয়ে পড়ে। সহায় সম্বল বলতে এখন কিছুই নেই তাদের। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
০২ ডিসেম্বর (মঙ্গলবার) গাজীপুর-০১ (কালিয়াকৈর) ন্তআসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সচিব মো শাহ আলম বকশীর পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। খাদ্য সামগ্রী ও কম্বল এবং আরও প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র তিনি নিজে উপস্থিত থেকে প্রতিটি পরিবারের অসহায় মানুষের হাতে তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।অট