খুলনা এডিশন::
আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ অটিজম অ্যান্ড ডিজএবিলিটি ইন্সটিটিউটের (বাডি) উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এর দাবিতে বুধবার (০৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ডা. জাহিদুল বারীর সভাপতিত্বে এবং মো. আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল (অব.) ফেরদৌস আজিজ এবং ২৪ মুক্ত মঞ্চের আহ্বায়ক ডিউক সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের অবহেলা করা হলে এটি হবে চরম অন্যায়। সমাজে কোনো শ্রেণীকে পিছনে ফেলে অগ্রগতি সম্ভব নয়। প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের কেউ জন্মগতভাবে, আবার কেউ পরিবেশ-পরিস্থিতির শিকার হয়ে এমন অবস্থায় পড়েন।
তিনি আরও বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা কেউই প্রতিবন্ধী ছিল না তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক মানুষ ছিল। দেশের ফ্যাসিবাদী দমন-পীড়ন থেকে জাতিকে রক্ষা করতে জীবনবাজি রেখে তারা রাজপথে নেমেছিল। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী শক্তির হামলায় তারা পঙ্গুত্ব বরণ করেছে। জুলাই যোদ্ধাদের প্রতি দয়া নয়, নৈতিক দায়িত্ব ও মূল্যবোধ থেকেই তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জুলাইয়ে শহীদদের পরিবার এবং আহত–পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব।
সবশেষে তিনি বলেন, জুলাই যোদ্ধা, প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তিদের পুনর্বাসনে জরুরি, টেকসই ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি স্পষ্ট দাবি জানাচ্ছি।