খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। প্রতিদিনের ন্যায় ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে ৫৪ জন কর্মচারী।
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে গত ২ ডিসেম্বর থেকে কর্মবিরতির মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। দাবি না মানলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অবস্থান কর্মসূচির অংশগ্রহণকারীরা। ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ সহ সব ধরনের রিপোর্ট রিটার্ন বর্জন অব্যাহত থাকবে বলে বলে ও জানান তারা ।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, জাহিদুর রহমান, এসএম আরিফুজ্জামান, রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভিয়া আক্তার, জাহানারা জয়া, ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন, স্মিতা দাশ , অনামিকা মন্ডল , শিরিনা ও রমানাথ।