খুলনা এডিশন::
খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন দূর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিনভর তিনি নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে হানি বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আহবান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জি এম বুলবুল আহম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, দক্ষিণ জেলা ছাত্র শিবির সভাপতি আবুজার আল গিফারী, লতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ হারুনর রশীদ মোড়ল, সেক্রেটারী মাহমুদুল হাসান কায়ুম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ আলামিন সরদার, ওয়ার্ড সভাপতি মোঃ জিল্লুর রহমান, নূরমুহাম্মদ সরদার, মোঃ আব্দুস সামাদ গাজী, আব্দুল হামিদ, শাহাবুদ্দিন গাজী, মোঃ আবুল হাসান মোড়ল, নাজমুল ইসলাম।