খুলনা এডিশন::
যশোরের বাঘারপাড়ায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের নিয়োগ বিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শক এর চাকুরীজীবীরা।
গতকাল সকাল ১০ টায় বাঘারপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ের মোজাম্মেল হক বলেন, আমরা তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণির মত।
পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকাশক্তি আমরা সাড়ে ২৩ হাজার কল্যাণ সহকারী, সাড়ে ৪ হাজার পরিবার কল্যাণ পরিদর্শক,
৫ হাজার পরিবার কল্যাণ পরিদর্শিকা সবাই একসাথে কাজ করি। আমরা তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে চতুর্থ শ্রেণির ১৭ তম গ্রেডে বেতন পাই।
সবচেয়ে কষ্টের কথা হলো আমাদের কোন নিয়োগ বিধি নাই, পদোন্নতি নাই, বিভিন্ন দপ্তরে ঘুরেও ২৬ বছরে কোন নিয়োগ বিধি হয়নি।
যতদিন নিয়োগ বিধি না হবে ততদিন আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাব। আমরা সরকারের কাছে আহব্বান জানাই অনতিবিলম্বে আমাদের নিয়োগ বিধি দেওয়ার জন্য।