খুলনা এডিশন::
নওগাঁর মান্দায় আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে শিক্ষক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মালেক। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির, নওগাঁ-৪ মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। এছাড়াও মান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৪ নং মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষক উপস্থিত ছিলেন।
সমাবেশে খন্দকার আব্দুর রাকিব বলেন, “জামায়াত নির্বাচিত হলে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবে, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেবে, বেতন-ভাতা সহ অধিকার আদায়ে আর আন্দোলন করতে হবে না। আগামী নির্বাচনে জামায়াতকে যদি নির্বাচিত করে আর সরকার গঠন করতে পারে তাহলে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে-ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।