বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার কর্মী ও শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ মাগরিব সাতক্ষীরা আল আমিন ট্রাস্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী – খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা – ০২ আসন (সদর-দেবহাটা) মনোনীত নমিনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতি গঠনে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছেন। তিনি বলেন আমি নিজেই ৪০ বছর শিক্ষক হিসেবে এই মহান পেশার সাথে কাটিয়েছি এবং মুহাদ্দিস হিসেবে হাদিসের শিক্ষা অসংখ্য শিক্ষার্থীর মাঝে বিতরণ করার চেষ্টা করেছি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত থাকতে পারেননি, জেলা জামায়াতের সম্মানিত আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ স্যার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন শহর জামায়াতের আমির, বিশিষ্ট সমাজ সেবক জনাব জাহিদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাবলু, শহর সহকারী সেক্রেটারি,পেশাজীবী বিভাগের সভাপতি জনাব আমিরুল ইসলাম। অনুষ্ঠানে দারসে কুরআন পেশ করেন মাদরাসা শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানের মোট ৭৫ জন শিক্ষক উপস্হিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শহর অধ্যাপক বখতিয়ার উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শহর সেক্রেটারি জনাব আব্দুস সবুর ও মাদরাসা শিক্ষক পরিষদ সাতক্ষীরা শহর সেক্রেটারি মো:মনিরুজ্জামান।