খুলনা এডিশন:
যশোর জেলার কেশবপুর থানাধীন আলতাপোল এবং ভোগতি গ্রামে সেনাবাহিনী অপারেশন পরিচালনা করে ভোগাতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০) ও জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) ও আলতা পোতা গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জল (৩৮)কে গ্রেফতার করে সেনাবাহিনী।
এসময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ),পিস্তল এ্যামোঃ পিস্তল ম্যাগাজিন, দেশিয় দা,দেশি খুর,দেশিয় রামদা,ইলেকট্রিক শক দেওয়া মেশিন, টাকা গোনার মেশিন,খালি মদের বোতল,অ্যান্ড্রয়েড ফোন,বাটন ফোন, চায়নিজ কুরাল,চাপাতি,গাজা সেবনের দ্রব্য সামগ্রী,ইয়াবা ৩০ পিসসহ ১ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর বিএনপি মনোনীত যশোর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এর শীর্ষ, নিজস্ব ড্রাইভার ও ছাত্রদল নেতা। বাকিরা যুবদল কর্মী।
শুক্রবার মেজর মাহফুজুর রহমান নেতৃত্বে সেনাবাহিনী’র একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানাধীন ভোগতি এবং আলতাপোল গ্রামে আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ অস্ত্র ও মাদক সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযুক্ত সকল আসামিকে গ্রেফতার করে কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।