খুলনা এডিশন::
মাতুয়াইলবাসীর উদ্যোগে মাতুয়াইল কবরস্থান জামে মসজিদের সম্মুখ সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় মাতুয়াইলের কৃতিসন্তান, মজলুম নেতা মো. জাফর উল্লাহ মুন্সীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা -৫ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসন পরিচালক, বিশিষ্ট শ্রমিকনেতা জননেতা জনাব মো. আব্দুস সালাম; যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর জনাব মোহাম্মদ শাহজাহান খান; যাত্রাবাড়ী মাতুয়াইল থানা আমীর জনাব মিজানুর রহমান মালেক; যাত্রাবাড়ী মধ্য থানা আমীর জনাব অ্যাডভোকেট একে আজাদ।
মাতুয়াইলবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অন্যতম ৬৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব ইমরান আহমেদ; ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুল আলিম; ৬২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন; জনাব আব্দুল কাইয়ুম তৈয়ব মোল্লা; জনাব আক্তারুজ্জামান সেন্টু; জনাব শামীম খান; জনাব মো. কামরুজ্জামান; জনাব আমিমুল এহসান; জনাব মিজানুর রহমান জাকিরসহ প্রায় ৫০ জন স্থানীয় মাতুয়াইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা কামাল ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।