খুলনা এডিশন::
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলার ভাই ভাই হার্ডওয়ারের মালিক ও বেজোরাটি লেদ মোড়ের ময়নদ্দীন গাজীর স্ত্রী মোমেনা খাতুন ওরফে ময়না (৫০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। ঘাটনার বিবরণে মৃত মোমেনা খাতুনের স্বামী ময়নদ্দীন গাজী জানান, দোকান থেকে দুপুর দেড়টার দিকে খাওয়ার জন্য বাড়ি এসে দেখেন বাহিরের গেটে তালা লাগানো। তিনি ডাকাডাকি করেও তার স্ত্রীকে না পেয়ে দোকান তেখে একটি হাতুড়ি খালাতো শালাকে ডেকে নিয়ে গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পান তার স্ত্রীর গলায় গামছা ও ওড়না জড়ানো ও জিভ বেরোনো অবস্থায় ঘরের মেজেতে পড়ে আছে। এসময় তিনি স্থানীয়দের জনান।
মৃত মোমেনা খাতুনের ভাই আব্দুল আজিজ বলেন, তার বোন ও দুলাভাইয়ের সাথে মাঝে মাঝে ঝগড়া হতো এবং তার বোনকে মারধর করত। তার বোনের সাথে ঝামেলা হওয়ায় তাকে মেরে ফেলতে পারে বলে তিনি ধারনা করেছেন।
এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ জুয়েল হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। সঠিক তথ্য উদঘটন করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।