নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। দুর্নীতি দমন করতে আসমান সমান বাধা যদি আমাদের সামনে আসে তাহলেও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। চাঁদাবাজরা ভিক্ষুকের চেয়েও বড় ভিক্ষুক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি ০৯ ডিসেম্বর রাত ০৮.০০ টায় কাফরুলে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুল অঞ্চলের (ঢাকা-১৫ আসন) আয়োজিত বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানা আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, ঢাকা- ১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য ও জোনের সহকারী পরিচালক মোঃ শহিদুল্লাহসহ কাফরুল দক্ষিণ থানার কর্ম পরিষদ সদস্য ও ওয়ার্ড সভাপতিবৃন্দ ।
ভোট ডাকাতরা ভোট ছিনতাই করে ক্ষমতায় আসে এবং বেগম পাড়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সেকেন্ড হোম তৈরি করে। ফকিরের মত মন-মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নেই।
ডা. শফিকুর রহমান আরও বলেন,
আমরা নির্বাচিত হলে দেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে ঢেলে সাজাবো যেখানে পড়ালেখা শেষে যোগ্যতা অনুযায়ী সবার কর্মের ব্যবস্থা করা হবে। পরীক্ষা শেষে একদিনের জন্য কেউ বেকার থাকবে না। জাতির কাছে দায়বদ্ধতার অনুভূতি সম্পন্ন একটা শিক্ষিত প্রজন্ম গড়ে তুলবো।
আমীরে জামায়াত আক্ষেপ করে বলেন, আমাদের মানবসম্পদকে জনসম্পদে পরিণত করতে পারিনি। আমাদের সব আছে কিন্তু সৎ ও চরিত্রবান নেতৃত্ব নেই।
আমরা সমাজে ন্যায় ও হকের বাস্তবায়ন চায়। আমরা চাই সমাজের সবাই সৎ হয়ে যাক এবং অন্যায় করার কারনে কারো হাত কাটা না যাক।
যুব সমাজকে উদ্দেশ্য করে আমীরে জামায়াত বলেন, যুবকরা ৫ই আগস্ট অনেক শহীদ ও পঙ্গুত্ব বরণ কারীদের ত্যাগের বিনিময়ে জাতিকে মুক্তি উপহার দিয়েছে।