যশোরের বাঘারপাড়ায় খাদ্যে ভেজাল ও অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ১০ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জানান। সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার ও পুলিশের একটি টিম।
জানা যায়, ধলগাঁ মোড়ের মোল্যা ফুড বেকারিকে ৪০ হাজার, বাঘারপাড়া বাজারের কুন্ডু মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সেলিমুজ্জানান বলেন, “বেকারি ও মিষ্টির দোকানগুলোতে খাদ্যপণ্যের মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”