খুলনা এডিশন::
সাতক্ষীরা তালা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মিজ আফরোজ আক্তার।
তিনি বলেন, সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সুশাসন, উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক এম এ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, সাংবাদিক আব্দুল মোমিন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রাকিব ও মীর্জা সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক আফরোজা আখতার উপজেলা চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি তালা উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন এবং অতি শীঘ্রই উদ্বোধন হবে বলে আশ্বাস প্রদান করেন।