খুলনা এডিশন::
বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের রনসেন ব্রিজের উপর পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার ১৩ই ডিসেম্বর সকাল ৮:১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মাধ্যমে জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের রনসেন ব্রিজের কাছে একটি যাত্রীবাহী পরিবহন ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হন।
নিহত ব্যক্তি হলেন—খুলনা সিটি করপোরেশন দৌলতপুর থানার সালমান খান(৩৫)।তিনি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চাকরি করেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।