খুলনা এডিশন::
ডাকসুর ভিপি সাদিক কায়েমকে জড়িয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর বেফাঁস মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনার জন্ম দেয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি’র হত্যার উদ্দেশ্যে সুটকারির একটি ছবি এআই এর মাধ্যমে সাদিক কায়েম এর সাথে যুক্ত করে বিএনপির ভেরিফাইড পেইজ এ প্রচার চালায় দলটি। অপর একটি ফেক ফটো কার্ড তৈরি করে ডিএমপি কমিশনারের বরাত দিয়ে হাদিকে হত্যা চেষ্টায় জামায়াত শিবির জড়িত এমন ফটো কার্ডের বরাত দিয়ে আজ দুপুরে বক্তব্য দেন রিজভী।
ঘটনার পর ডিএমপি কমিশনার রিজভীর বেফাঁস মন্তব্যকে বোগাস উল্লেখ করেন ডিএমপি কমিশনার এবং তিনি এমন কোন মন্তব্য করেন নি বলে জানান।
বিকেলে সাদিক কায়েম তার ভেরিফাইড পেইজ এ রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এরপর জামায়াত ও রিজভীর বেফাঁস বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন।
পরে প্রমাণিত হয় ছবি এআই জেনারেটেড এবং আরটিভির ফটো কার্ডটি ফেইক। বিএনপি নেতা ভুল বুঝতে পেরে তার বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। বিএনপির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়….

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি —
“আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারি একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসু’র ভিপি’র চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। ফেক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি।
এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দু:খিত।”