খুলনা এডিশন::
সাতক্ষীরা তালায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা তালায় ১৮৬ নম্বর উত্তরপূর্ব নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
প্রাক প্রাথমিক শ্রেণীর জানালার গ্রিল কেটে কে বা কারা ভেতরে প্রবেশ করে ৫(পাঁচটি)বিআরবি সিলিং ফ্যান, ১( এক) টি পানির পাম্প সহ মুল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। তারা বিদ্যালয়ের সকল লকারের তালা ভেঙে ফেলেছে। বিশেষভাবে উল্লেখ্য যে, নব নির্মিত ওয়াশ ব্লাকেরসম্পুর্ণ পানির লাইন ধ্বংস করেছে।
স্কুলের প্রধান শিক্ষক শেখ আবু সাঈদ (০১৭১৮ ৮২৯৫১৬) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।তিনি বলেন আমরা এই ঘটনার তিব্র নিন্দা জানাই।
সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টিআকর্ষন পূর্বক দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।