খুলনা এডিশন::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম, যিনি সিলভার সেলিম নামে পরিচিত। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই জনপ্রিয় বিএনপি নেতা বর্তমানে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন। সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
সিলভার সেলিম বলেন, তার সংসদ সদস্য থাকার সময় বাগেরহাটে শহররক্ষা বাঁধ নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। তবে পরবর্তীতে বাগেরহাটে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকতে হয়েছে। তবে সরকার পতনের পর বাগেরহাটের সাধারণ মানুষ তাকে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন।
বাগেরহাটবাসীর প্রত্যাশার কথা উল্লেখ করে সিলভার সেলিম বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করেন—তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। জনমানুষের সেই চাওয়ার কারণেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, নিজের জনপ্রিয়তা ও যোগ্যতা বিবেচনায় বিএনপির হাইকমান্ডের কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন।