খুলনা এডিশন::
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানী ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে ১৪ ডিসেম্বর’২৫ (রবিবার) বিকাল ৩:৩০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি আধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা -১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো . মোবারক হোসাইন।