কালিগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার।
সোমবার (১৫ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
পরিদর্শনকালে সর্বপ্রথম কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, জনবান্ধন পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও কার্যকর করতে থানাভিত্তিক বিট পুলিশিং, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, শ্যামনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসলাম খান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।