খুলনা এডিশন::
চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ ১৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন পরিদর্শন করেন। মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ডাকসু প্রতিনিধিদলের একটি সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে তারা সাংস্কৃতিক বিনিময়, ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন, একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষাকে আরও বিশ্বমুখী ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
পরে চীনের মান্যবর রাষ্ট্রদূত ডাকসু ভবনে প্রতিষ্ঠিত জুলাই জাদুঘর পরিদর্শন করেন। ডাকসুর ভিপি তাদেরকে জুলাই বিপ্লবের আইকনিক দৃশ্যাবলী ও শহীদদের স্মৃতি স্মারক ঘুরিয়ে দেখান৷
এসময় উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কমনরুম-রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন প্রমুখ।