খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় নজরুল ইসলাম (৪৬) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামি নজরুল উপজেলার বিরাশি গ্রামের তোফাজ্জল মোড়লের ছেলে। ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে কপিলমুনি ইউনিয়নের বিরাশী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হালিম জানান ২০১৭ সালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ আদালতে নজরুল ইসলামের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ হয়। তিনি দীর্ঘদিন পালাতক ছিলেন। খুলনা জেলা পুলিশ সুপার ও থানার ওসি মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামি কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।