খুলনা এডিশন::
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ অর্থবছরে বিদেশে বাংলাদেশি পণ্যর আমদানিকারক অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য নির্বাচিত বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশী) সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন মোট ১০ জন অনাবাসী বাংলাদেশি।
১৪ ডিসেম্বর রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের জন্য তাদেরকে সিআইপি হিসেবে ঘোষণা করা হয়।
বিদেশে বাংলাদেশি পণ্যর আমদানিকারক অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য নির্বাচিত বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশী)কৃতিত্ব ও বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সিআইপি নির্বাচিত হলেন, সাবেক সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ জতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ ও রামপালে তরুণ প্রজন্মের আইকন মোঃ মাইনুল ইসলাম।

নির্বাচিত প্রবাসীরা তিন ক্যাটাগরিতে এই মর্যাদা লাভ করেছেন। সিআইপি মর্যাদা প্রাপ্তির ফলে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও অগ্রাধিকার পাবেন
বিদেশে বাংলাদেশি পণ্যর আমদানিকারক অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য নির্বাচিত বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশী) হিসেবে সিআইপি হয়েছেন ১০ জন।
সিআইপি সুবিধা হলো- এই সিআইপিগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচয়পত্র পাবেন, সরকারি অনুষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে আমন্ত্রণ পাবেন, বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন এবং সরকারি হাসপাতালে নিজেদের ও পরিবারের সদস্যদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন। এছাড়া, বাংলাদেশে বিনিয়োগ করলে বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে বিশেষ সুরক্ষা ও সুযোগ-সুবিধা লাভ করবেন।