খুলনা এডিশন::
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাসেল কোচিং সেন্টার ও তুলাতুলী যুবসমাজের যৌথ উদ্যোগে এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি তুলাতুলী এলাকার নির্ধারিত মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন। কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, এমন ক্রীড়া আয়োজন নিয়মিত হলে তরুণরা অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।
টুর্নামেন্টের শেষ দিনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। এই আয়োজন তুলাতুলী এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।